নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় যশোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেটে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানে ভৈরব শিল্প গোষ্ঠী সহ স্থানীয় সনামধন্য শিল্পীবৃন্দ মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী রানী, সভানেত্রী পুনাক যশোর ও অতিরিক্ত পরিচালক জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), ঢাকা, পুলিশ সুপার মহোদয়ের পরিবার-পরিজন, রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর সহ জেলা পুলিশের সকল পদ মর্যাদার সদস্য বৃন্দ।
