নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর দুপুর ১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য পদোন্নতি প্রাপ্ত তিন জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।
পদোন্নতি প্রাপ্ত তিন জন পুলিশ সদস্যরা যথাক্রমে, মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) তে এসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত, মোঃ রমজান আলী, কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত এবং মোঃ মিঠুন শেখ, কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত।
এসময় পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত তিন জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান এবং একই সাথে তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
