নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বিকাল সাড়ে ১৭ টায় শার্শা থানা পুলিশের আয়োজনে অত্র থানা প্রাঙ্গণে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আফিল উদ্দিন, জাতীয় সংসদ সদস্য-৮৫, যশোর-১ (শার্শা-বেনাপোল) মহোদয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ আকিকুল ইসলাম, ইন্সপেক্টর(তদন্ত), শার্শা থানা, যশোর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগন, উপজেলা প্রশাসন কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
