জনপ্রিয় ওয়েলিংটন ম্যাগাজিনে পিবিআই প্রধানের সাক্ষাৎকার প্রকাশিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে প্রকাশিত জনপ্রিয় আন্তর্জাতিক ম্যাগাজিন “The Wallington Magazine” এর অক্টোবর/২২ ইস্যুতে “A Credible and Crystal Super Hero of Bangladesh Police ” শিরোনামে প্রকাশিত হয়েছে পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর সাক্ষাৎকার। তুলে ধরা হয়েছে তাঁর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ। বলা হয়েছে, জনাব বনজ কুমার মজুমদার ভুক্তভোগীকে সেবা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি ২০১৩ সালে ইভটিজিং এর বিরুদ্ধে হেল্প লাইন চালু করেন।

সাক্ষাৎকারটিতে কক্সবাজারে পর্যটক নিরাপত্তা, গৃহকমী নির্যাতন বন্ধ এবং পিবিআইতে তাঁর অভিনব পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হয়। উপসংহারে বলা হয়েছে “In our society with a lot of irregularities, corruption and crime, only one Banaj Kumar is not enough, we need many more Banaj Kumars like Banaj Kumar in this society.”

মূলত: “The Wallington Magazine” বিশ্বের যে সকল ব্যক্তি প্রগতিশীল ও ইতিবাচক বিষয়াবলী নিয়ে কাজ করেন তাদের কাজের ধারাকে বিশ্ববাসীর নিকট তুলে ধরে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *