নাগালের বাইরে পেঁয়াজ কেজি একশ পঞ্চাশ

অর্থনীতি এইমাত্র বানিজ্য সারাদেশ

নিজস্ব প্রতিবেদক
পাইকারি ও খুচরা উভয় বাজারেই পেঁয়াজের দাম আরও বেড়েছে। পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ১২০ থেকে ১৩০ টাকার ঘরে। আর খুচরা বাজারে পেঁয়াজের দাম উঠেছে ১৪০ টাকায়। মঙ্গলবার কারওয়ান বাজার ও কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। কারওয়ান বাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম এখন ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজও ১৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর মিসরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা কেজিতে।
কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আব্দুস সালাম বলেন, ‘পেঁয়াজের দাম এখনও বেড়েই চলছে। সহসাই দাম কমবে বলে মনে হচ্ছে না। বাজারে নতুন পেঁয়াজ উঠতেও অন্তত দুই মাস বাকি আছে। তখন হয়তো পেঁয়াজের দাম কমবে।’
আরেক বিক্রেতা অন্তর বলেন, ‘মিসরের পেঁয়াজ এখন ৯৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ মাস খানেক আগে যখন আমদানির সুযোগ দেওয়া হয় তখন এই পেঁয়াজের দাম ছিল কেজিতে ৬০ টাকা।’
কাওরান বাজারের লাকসাম বাণিজ্যালয়ের মালিক মো. হাবিবুর রহমান মোস্তফা বলেন, ‘বাজারে পেঁয়াজের দাম খুব বেশি ওঠা-নামা করছে। মোকামগুলোতে দাম বেড়েই চলছে। বেশি দামে কিনে আনায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
আশফাক নামের আরেক বিক্রেতা বলেন, ‘আগের চেয়ে এখন পেঁয়াজের বিক্রিও কম। দাম বাড়তি থাকায় আমরা ক্ষতির মুখে পড়ছি। বাজারে বার্মার পেঁয়াজ নেই। দাম কম থাকলেও এর স্বাদ তেমন ভালো না। তাই ক্রেতারা তা তেমন পছন্দ করেন না।’
আরেক পাইকারি বিক্রেতা লেকবর আলী বলেন, ‘বাজারে ভারতীয় নতুন পেঁয়াজ আসা শুরু করেছে। শ্যামবাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জেনেছি। কয়েকদিনের মধ্যেই হয়তো বাজারে হয়তো দেশি পেঁয়াজ উঠতে শুরু করবে। তখন হয়তো পেঁয়াজের দাম কমে যাবে।’
কারওরান বাজারে পেঁয়াজ কিনতে আসা ফার্মগেটের বাসিন্দা সোহেল রানা বলেন, ‘দাম বাড়ায় আগের চেয়ে এখন পেঁয়াজ কম কিনি, তারপরও তো আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। বাজার খরচ সামাল দিতে গিয়ে এতে হিমশিম খেতে হচ্ছে।’ এদিকে, মহাখালীর বউবাজারে দেশি পেঁয়াজ ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দু’একটি দোকানে ১৫০ টাকায়ও দাম হাঁকা হচ্ছে। ভারতীয় পেঁয়াজের কেজিও ১৪০ টাকা। অর্থাৎ এক সপ্তাহেরও কম সময়ে খুচরা বাজারে পেয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত ২০ টাকা। এই বাজারের পেঁয়াজের বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহের চেয়ে কেজিতে পেঁয়াজের দাম আরও ২০ টাকা বেড়েছে। নতুন পেঁয়াজ না উঠলে বাজারে হয়তো আর দাম কমবে না।’ বিজয় স্মরণীর কলমিলতা বাজার ও ফার্মগেট ইন্দিরা রোডের মাহবুব প্লাজার নিচ তলার বাজারটিতেও একই দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। তবে কিছু কিছু দোকানে এখনো ১৩০ টাকা কেজিতে দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *