নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সুবর্ণাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
খোরশেদ আলম জানান, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিটিভির তালিকাভুক্ত শিল্পী সুবর্ণা রূপার বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটকের পর যাচাই-বাছাই চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’