বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যলয় কর্তৃক পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে মঙ্গলবার ১৭ জানুয়ারি জেলা প্রশাসন, রংপুর ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট ছালেক পেট্রোল পাম্প, স্টেশন রোড, রংপুরে অভিযান পরিচালনা করে । উক্ত প্রতিষ্ঠান এর সকল ডিস্পেন্সিং ইউনিট, আন্ডারগ্রাউন্ড ক্যালিব্রেশন চার্ট যাচাই করা হয়।

অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর কোন ধারায় ব্যতয় পাওয়া যায় নাই। আভিযানটি পরিচালনা করেন মোছাঃ মলিহা খানম,নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, রংপুর।

প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবীব, ইনস্পেক্টর ( মেট্রোলজি) এবং মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম)।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ
উপ-পরিচালক (মেট্রোলজি) এবং মোঃ আহসান হাবীব, ইনস্পেক্টর ( মেট্রোলজি) এবং মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিস কতৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটি একটি চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *