ভোক্তা অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ২ টি প্রতিষ্ঠান কে জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২২ জানুয়ারি, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, রাজবাড়ীর সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার কোলারহাট বাজার ও মূলঘর বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

উক্ত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা কালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ২ (দুই) টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বাজার তদারকি কার্যক্রম পরিচালনা কালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

বাজার তদারকি অভিযানে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসন রাজবাড়ী, জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি কর্তৃপক্ষ রাজবাড়ী ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর উপজেলা রাজবাড়ী এবং নিরাপত্তা দায়িত্ব পালন করেন জেলা পুলিশ রাজবাড়ী ও সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *