নড়াইলে অসুস্থ জিল্লুর রহমান বাঁচতে চাই,টাকার অভাবে চিকিৎসা বন্ধ,বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

Uncategorized স্বাস্থ্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে স্টকজনীত কারনে প্যারালাইজড হয়ে অসুস্থ জিল্লুর রহমান বাঁচতে চাই,বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন। নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দারীয়াপুর গ্রামের মৃত-শেখ মফিজুর রহমানের ছেলে ও বাঁশগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি এস এম জিল্লুর রহমান বাবলু (৪৮),মৃত্যুর সাথে পান্জা লড়ছেন,বাবলু বাঁচতে চাই। বিগত ৪ বছর ধরে স্টকজনীত কারনে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন। ইতি মধ্যে মাননীয় সংসদ সদস্য নড়াইল ০২ মাশরাফী বিন মোর্ত্তজা ২০ হাজার টাকা সহযোগীতা করেছেন। খোঁজ নিয়ে জানা যায়,বাঁশগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি এস এম জিল্লুর রহমান (বাবলু) ন্যায় নিষ্ঠার সাথে দারীয়াপুর বাজারে ব্যবসা করে আসছেন,হঠাৎ করে স্টক করলে,স্বজন’রা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন,পরে রোগীর অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকায় রিফার্ড করেন,কর্তত্বরত চিকিৎক। পরে ঢাকার ইসলামী ব্যাংক সেন্টাল হাসপাতালে ভর্তি করেন বাবলুকে। বেশ কিছুদিন চিকিৎসা করিয়ে টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে ইসলামী ব্যাংক সেন্টাল হাসপাতাল থেকে চলে আসতে হয়েছে অসহায় বাবলুর। অসহায় জিল্লুর রহমান বাবলু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না,বর্তমান জিল্লুর রহমান চিকিৎসা করাতে না পেরে বেশি অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।অসহায় জিল্লুর রহমান বাবলু সাংবাদিক মো:রফিকুল ইসলামকে জানান,আমি বাঁচতে চাই,আপনারা আমাকে বাঁচান,আমি টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে দীর্ঘদিন ধরে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছি,নড়াইলসহ দেশের বিত্তবানদের কাছে আমি সাহায্যের আবেদন করছি,আপনারা আমাকে বাঁচান,আমি বাঁচতে চাই। আপনাদের সাহায্যে আমি সুস্থ হয়ে আবারও আমার পরিবার পরিজনদের নিয়ে বেচে থাকতে চাই আপনারা আমাকে বাঁচান,আমি মরতে চাই না,আমি বাঁচতে চাই। আমার কাছে সহায় সম্বল টাকা পয়সা যা ছিলো সবই চিকিৎসার পিছনে খরচ করেও সুস্থ হতে পারিনি,ডাক্তারের দেয়া সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা করে আজ আমি স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। আমার নড়াইলে অনেক দানবীর আছে তারা অসহায় মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন,আমিও অসহায়দের বিপদে আপদে পাশে দাড়িয়েছি কিন্তু আজ আমি অসহায় রোগে আক্রান্ত,টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না,আমার চিকিৎসা করাতে পারলেরআমি আবারও আগের মত ভালো হয়ে যাব,আপনারা আমাকে বাঁচান,আমি বাঁচতে চাই। আমার খোঁজ খবর ও ডাক্তারি রিপোর্ট দেখে সাহায্যের হাত বাড়ান। যোগাযোগের ঠিকানা-রোগীর নাম-এস এম জিল্লুর রহমান (বাবলু),পিতা,মৃত-শেখ মফিজুর রহমান,ইউনিয়ন বাঁশগ্রাম,গ্রাম-দারীয়াপুর,
থানা-নড়াইল সদর,জেলা-নড়াইল। যোগাযোগের মোবাইল নাম্বার ও বিকাশ নাম্বার-01730714858


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *