সফল কাউন্সিলর আশ্রাফুজ্জামান ফরিদ

জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : আশ্রাফুজ্জামান ফরিদ। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহবায়ক, সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরবর্তিতে নিজ প্রতিভা গুণে সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন। বর্তমানে আশ্রাফুজ্জামান ফরিদ অত্র থানা আওয়ামী লীগের সভাপতি এবং ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর। একজন জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক সুনাম অর্জন করায় তাকে ঢাকা দক্ষিনের মেয়র সাঈদ খোকন বিদেশ সফরে গেলে ভারপ্রাপ্ত মেয়রের গুরুদ্বায়িত্বভারও দিয়ে ছিলেন। সে সময় সেই দ্বায়িত্ব যথাযথভাবে পালনও করেছিলেন। মোটকথা, আশ্রাফুজ্জামান ফরিদ যে একজন সফল সংগঠক, জননেতা তা ইতোমধ্যেই তার কর্মগুণের মধ্য দিয়ে প্রতিয়মান হয়েছে। স্বভাবত, আসন্ন কাউন্সিল নির্বাচন ঘিরে তার বিরুদ্ধে নানা রকম অপতৎপরতা শুরু হয়েছে। যার অংশ হিসেবে দুষ্টচক্ররা গণমাধ্যম বেছে নিয়েছে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা কর্মি ও সাধারণ মানুষ। তারা এ প্রতিবেদককে বলেন, আমরা বহু বছর ধরে এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছি; কিন্তু কখনও আমরা দেখি নাই ফরিদ ভাইয়ের কোন অপকর্ম, শুনি নাই তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা কোন জমি বা ফ্ল্যাট দখলে নিজেকে বা তার কথায় কেউ এমনটি করেছেন। ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান সরকার বলেন তার এ জাতীয় কোন বদনাম নাই। একসঙ্গে রাজনীতি করছি; কখনও এমনটি মনে হয়নি আর তার দ্বারা এসব সম্ভব নয়। যারা হাইব্রিড, কাউয়া অন্যদল করে আওয়ামী লীগে এসেছেন তারই মূলত এসবের সঙ্গে জড়িত। আপনি অনুসন্ধান করুন, দেখবেন সব বেড়িয়ে আসবে। ফরিদ ভাই অনেক ত্যাগী নেতা। শুধু মাসুদ নন এ রকম কথা আরও অনেকে বলেছেন। তবুও সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে কাউন্সিলর হওয়ার পর ফরিদ অনেক টাকা বানিয়েছেন, ফ্ল্যাট দখলসহ নানা অপকর্মের যে লেখা প্রকাশিত হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে কাউন্সিলর আশ্রাফুজ্জামান ফরিদ বলেন, ভাই হলুদ সাংবাদিকতা আছে বলেই বাংলা অভিধানে এর নাম দেয়া হয়েছে হলুদ। অথচ সাদাকে সাদা আর কালোকে কালো বলাই হলো একজন সংবাদকর্মীর কাজ। সাদাকে অফ হোয়াইট বা কালোকে নীল বানিয়ে দেয়াও তার কাজ নয়। তবুও এটা হচ্ছে হরহামেশা। এবার আমার ওপরে এসে পড়েছে মাত্র। তবে সে সব গণমাধ্যমকে ধন্যবাদ জানাই যারা আমার বিরুদ্ধে খবর প্রকাশ করেছিল আমি তার প্রতিবাদ করলে তা ছেপেছে বেশ ভালো ভাবেই। ফরিদ আরও বলেন, আমি নির্বাচনের আগে যে সব ওয়াদা করেছি তার আশি ভাগ কাজ শেষ করেছি; তারপরও আপনার কোন সংশয় থাকলে এলাকা ঘুরে সবার কাছ থেকে জেনে নিতে পারেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *