নড়াইলে শরিফুল ও জামাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে শরিফুল ও জামাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ভুক্তোভোগী পরিবার প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন। নড়াইলের কালিয়া উপজেলার পুরুলীয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে গত (৩১ জানুয়ারি) মঙ্গলবার ভোর রাতে শরিফুল ও জামাল মেম্বার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ভাংচুর ও লুটপাট করে শরিফুল গ্রুপের লোকজন বলে অভিযোগ করেন,ভুক্তোভোগী জামাল মেম্বারের গ্রুপের লোকজন। দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরিফুল গ্রুপের সদস্য’রা জামাল মেম্বার গ্রুপের সমর্থকদের বাড়িতে আতর্কিত ভাবে হামলা করে একাধীক বাড়ি ঘর ভাংচুর করে। ভুক্তোভোগী,অমিয়ার মোল্যা,রাজু মোল্যা,মুসলিম,মোল্যা,দাউদ মোল্যা,বুলু মোল্যা,সরয়ার মোল্যা,শরিফুল মোল্যা,দোলাল মোল্যা,মিল্টন মোল্যাসহ গ্রামের একাধীক ব্যক্তির ঘর বাড়ি ভাংচুর ও লুটপাট করে শরিফুল গ্রুপের লোকজন। অসহায় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী’রা সাংবাদিকদের জানান,একই গ্রামে লুটপাটকারী নাদু’র ছেলে রকিবুল (২৮),বাশারের ছেলে শোহান (২৬),মহাশিন শেখ এর ছেলে নয়ন (২৪),মানছুর মোল্যার ছেলে শিমুল (৩২) আনিস এর ছেলে পার্ভেজ (২০),আলিম শেখ এর ছেলে সাব্বির শেখ (২৮),মিরাজ শেখ (২০),রোকোন শেখ এর ছেলে হাসান শেখ (৩৬),হাসান শেখ এর ছেলে আকাশ শেখ (১৮),ফরমান শেখ এর ছেলে নিলায়েত (৩৬) সহ ৫০-৬০ জন (৩১ জানুয়ারি) মঙ্গলবার ভোর রাতে রামদা,ছ্যানদা,কুরাল,চাইনিস কুরাল,লোহার স্বাবল,লোহার রডসহ দেশিও অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। এসময় ভুক্তোভোগী’রা চিৎকার চেঁচামেচি করে এবং কালিয়া থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনা স্থলে আসার পরে ভুক্তোভোগী’রা বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলের পাশে অবস্থান করে। এসময় হামলা শিকার হয়ে একাধীক ব্যক্তি স্থানীয় চিকিৎসকদের চিকিৎসা নেন এবং মহিলাসহ গ্রুতর আহত হয়ে ৩ জন নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানান। ভুক্তোভোগী মহিলা’রা আরো জানান,ফজরের নামাজ পড়তে উঠে হঠাৎ করে শুনতে পাই চিৎকার চেঁচামেচি এসময় গ্রামের চার পাশেই চিৎকার চেঁচামেচি’র শব্দ পাই,কিছু সময় পরে আমার বাড়ি’র ব্যাড়া,টিনের চালে কোপাতে শুরু করে,ঘরের ফ্রিজ,টিভি,আলনা,শোকেজসহ ঘরের সকল প্রকার জিনিস পত্র ভাংচুর করে,ঘরে থাকা সোনার গহনাসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায় এবং বাড়ির মহিলাদের শিলতাহানী করে। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে হামলা কারিরা পালিয়ে যায়,এসময় শিমুল মোল্যার ছেলে মানসুর মোল্যাকে পুলিশ আটক করে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। জাদবপুর ও চাঁদপুর গ্রামের স্থানীয় একাধীক ব্যক্তি জানান,দীর্ঘদিন ধরে শরিফুল ও জামাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা মামলা হতেই থাকে এক এক সময় এক এক গ্রুপের লোকজন হামলার শিকার হয়। এ হামলা মামলা বন্ধ করতে পারে এক মাত্র নড়াইল জেলা পুলিশ,দুই পক্ষকে একত্রে ডেকে নিয়ে শান্তি মিমাংশা করে দিলে গ্রামটাই শান্তি ফিরে আসতো বলেও জানান। এ ঘটনায় অপর শরিফুল গ্রুপের কাউকে পাওয়া যায়নি বলে তাদের স্বাক্ষাতকার নেয়া সম্ভব হয়নি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *