নারায়ণগঞ্জে ধসে পড়লো চার তলা ভবন, শিশু নিহত

এইমাত্র জীবন-যাপন ঢাকা সারাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একটি চার তলা ভবন ধসে পড়েছে। এতে এক শিশু মারা গেছে। আহত হয়েছে আরা চার শিশু।


বিজ্ঞাপন

রোববার বিকালে ফতুল্লার বাবুরাইল মুন্সিবাড়ি এলাকায় ভবনটি ধসে পড়ে। ভবনের ভেতরে আরও কয়েকজন থাকতে পারে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বিকালে শিউলি ও শাহজাহান নামে ভাই-বোনের নির্মাণাধীন ভবনটি পাশের খালের ওপর ধসে পড়ে।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক জানান, এক শিশু নিহত হয়েছে এবং ৪ জন শিশু আহত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তিরি জানান, আরো এক শিশু নিখোঁজ রয়েছে বলে একটি পরিবার দাবি করছে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকাল ৪টায় হঠাৎ করে চার তলা নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *