নিজস্ব প্রতিনিধি ঃ র্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ (পাঁচ) রাউন্ড গুলি সহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৩ ফেব্রয়ারী, রাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে অস্ত্রধারী সন্ত্রাসী ইকবাল হোসেন রাজিব (২৩), এবং এমরান হোসেন (১৯) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ০১নং আসামী ইকবাল হোসেন রাজিব (২৩) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া এলাকার মৃত আবু তাহের এর ছেলে এবং ০২নং আসামী এমরান হোসেন (১৯) একই থানার দক্ষিণ মান্দারী এলাকার আব্দুর রহিম এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। র্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
