খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



পিংকি জাহানারা : গণতন্ত্র পুনরুদ্ধার,, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শনিবার ৪ ফেব্রুয়ারি, বেলা ২ টায় খুলনা মহানগরীর কে সি সি মার্কেট মোড়স্থ জেলা পরিষদের সামনে বিএনপি’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন,, শেখ হাসিনা পুলিশকে দিয়ে জনগণের ভোট চুরি করায়,আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে, গুম, খুন করছে এবং গায়েবী মামলা দিয়ে চলেছে একটানা। এতে কি আমরা বসে থাকবো,তাই ভেবেছে””।

তিনি আরো বলেন,, ওবায়দুল কাদেরের ঘরে যতটি ঘড়ি আছে, তার দাম ৪০ কোটি টাকা।নানা বর্ণের ঘড়ি আছে। এক এক সময় পড়ে। এত টাকা কোথা থেকে পেল।

এ টাকা চুরির টাকা।আজকে বাংলাদেশ ব্যাংকের ৬০০ কোটি টাকা চুরি, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এই সরকার। ১০ লক্ষ কোটি টাকা চুরি না করলে বিদেশে গেল কি করে।
এ টাকা কাদের টাকা,জনগণের টাকা। যা এই সরকার লুটপাট করে খেয়ে ফেলেছে””।

উক্ত সমাবেশে অন্যান্য নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল,খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ঠু, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান,খুলনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন বাবু,,এ্যাড.নিতাই রায় চৌধুরী, অনিন্দ্য কুমার অমিতসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নের্তৃবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *