নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ৬ ফেব্রুয়ারি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দেশের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ তাঁর মেধা ও দক্ষতা দিয়ে একাধারে যেমন দেশের সেবা করে গিয়েছেন, অন্যদিকে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে চট্টগ্রামের সমাজ উন্নয়ন, জনসেবা, এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শোকবার্তায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
