নিজস্ব প্রতিবেদক ঃ র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানী ঢাকার কোতয়ালী থানা এলাকায় অনুমোদনহীন অবৈধ ঔষধ মজুদ ও বিক্রি করার অপরাধে ১২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪,৯০,০০০ (চৌত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা করে।
যার মধ্যে অল কেসি ড্রাগকে নগদ- ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, হাজীগঞ্জ মেডিসিনকে নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, চৌধুরী ফার্মেসীকে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা, গোপাল গীতা ফার্মেসীকে নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা, জগৎ জননী হাউজকে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা, রাফি মেডিসিন কর্নারকে নগদ- ১,০০,০০০ (এক লক্ষ) টাকা, জনসেবা মেডিসিন এজেন্সীকে নগদ- ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা, কাফ মেডিসিন হলকে নগদ- ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, মেসার্স ইশবাল সার্জারীকে নগদ- ১,০০,০০০ (এক লক্ষ) টাকা, ঢাকা অর্গাণীক ল্যাবকে নগদ- ১,০০,০০০ (এক লক্ষ) টাকা, তামান্না ড্রাগকে নগদ- ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ও মদিনা ফার্মেসীকে নগদ ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা জরিমানা করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা মূল্যের অনুমোদনহীন অবৈধ ঔষধ ধ্বংস করা হয়।