নড়াইলে চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের নামে মিথ্যা,ভিত্তিহীন সংবাদ প্রচারে নিন্দা ও ক্ষোব প্রকাশ

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার ১৩নং বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম এর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সন্মান হানীর চেষ্টা। বাংলাদেশ আওয়ামী-লীগ কালিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কালিয়া উপজেলার ১৩নং বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম এর মেসার্স স্বস্তী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নামে সাংবাদিকদের অসত্য,তথ্যদিয়ে মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট মনগড়া সংবাদ পরিবেশন করিয়ে সমাজের কাছে আমাকে হেউ প্রতিপূর্ণ করে কিছু কুচক্রীমহল সন্মানহানীর চেষ্টা করছে বলে অভিযোগ করে সাংবাদিকদের জানান,বাংলাদেশ আওয়ামী-লীগ কালিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কালিয়া উপজেলার ১৩নং বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জননেতা গরিব ও অসহায়দের বন্ধু চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম এবং মেসার্স স্বস্তী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের পরিচালক জননেতা মল্লিক মনিরুল ইসলাম। চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম সাংবাদিকদের আরো জানান,আমি দির্ঘদিন ধরে জনগণের সেবা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি,তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় আমার স্বস্তী এন্টারপ্রাইজ ইট ভাটাই বিভিন্ন লোক ইট কিনতে তাদের ভাড়া করা গাড়ি নিয়ে ভাটাই ইট নিতে আসেন এবং অবৈধ ট্রলি’র ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা তোতা ভাই নিহত হওয়ায় আমিসহ আমার ইউনিয়ন বাসি শোকাহত। বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া আমার চাচাতো দোলাভাই,তার সাথেসহ তার পরিবারের সাথে আমার পরিবারের অনেক ভালো সুসম্পর্ক বলেও জানান। বীর মুক্তিযোদ্ধা তোতা দুলাভাই এর হত্যাকারী ট্রলিসহ ট্রলি’র চালকের সর্বচ্চ বিচার দাবি করছি। এদিকে,এ ঘটনায় কিছু অসাধু ব্যক্তি আমার কাছে কোন কিছু না জেনে,কিছু কুচক্রীমহলদারা অসত্য তথ্যের প্রবচনায় পড়ে আমার নামে গণমাধ্যমে মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,মনগড়া সংবাদ প্রচার করার আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *