পিংকি জাহানারা :খুলনায় জনউদ্যােগ ও ডব্লিউইএস’র আয়োজনে দু’দিন ব্যাপী নারী উদ্যােক্তাদের হস্তশিল্প প্রদর্শনী ও সিনিয়র সিটিজেনদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনায় দুদিন ব্যাপী নারী উদ্যােক্তাদের হস্তশিল্প প্রদর্শনী ও সিনিয়র সিটিজেনদের মিলনমেলার আয়োজন করেছে জনউদ্যােগ ও ডব্লিউইএস।
গত শুক্রবার ১০ মার্চ, বেলা ১১ টায় খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডস্থ সিটি ল’কলেজে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান টুকু।
উক্ত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ডব্লিউইএস এর সভাপতি এ্যাড.শামীমা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটনের এডিসি সোনালী সেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শ্যামল সিংহ রায়, সাইবার ট্রাইব্যুনালের জেলা জজ কণিকা বিশ্বাস, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক গোপী কৃষাণ মুন্ধড়া,সিটি ল কলেজের অধ্যক্ষ এ্যাড.আওয়াল রাজ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ।
