বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

অন্যান্য



নিজস্ব প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ মার্চ, বিকেল চারটায় নগরীর কাটপট্টি রোডস্থ বিভাগীয় কার্যালয়ে এই সভায় প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেন। প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মু. কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি শাহজাহান মোল্লা, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, বরিশাল বিভাগীয় কমিটির সদস্য সচিব কাজী আল মামুন, জেলা সভাপতি এম.আর প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলার নির্বাহী সদস্য মোঃ মামুন-অর-রশিদ, বরিশাল জেলা সেক্রেটারী আরিফুর রহমান খান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান সরদার জুয়েল প্রমুখ। সভাপতি ছিলেন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ সমদ্দার।

এছাড়া বক্তব্য রাখেন মুলাদী উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি জাকির জমাদ্দার,বাংলাদেশ টুডে’র ব্যুরো চীফ জিহাদ রানা, দৈনক আজকের পরিবর্তনের জুয়েল মাহমুদ, জেলা কমিটির সহ সভাপতি আঃ সালাম,এসএ টিভির ব্যুরো চীফ মুজিব ফয়সাল, ঝালকাঠি জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা সেক্রেটারি রিয়াজুল ইসলাম বাচ্চু সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নান্দনিক উপস্থাপনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আলতাফ হোসেন বলেন, আমরা ভালো সাংবাদিক হওয়া যেমন জরুরী তেমনি ভালো মানুষ হওয়াও জরুরী। তাই পরিবার, সমাজ ও দেশকে ভালোবেসে পেশাগত কাজে এগিয়ে যেতে হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *