রংপুরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ১৭ মার্চ, রংপুর টাউন হল চত্বরে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, মোঃ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর, মোঃ নাজমুল হক, অধ্যাপক (অব:) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবুল, চেয়ারম্যান, জেলা পরিষদ, রংপুর, এ.কে.এম. ছায়াদাত হোসেন বকুল, আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, ডা. দেলোয়ার হোসেন বাচ্চু, আহ্বায়ক, রংপুর মহানগর সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন অফিসার ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, ১৭ ই মার্চ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।রবীন্দ্রনাথের “তুমি কেমন করে গান কর হে গুণী আমি অবাক হয়ে শুনি” উদ্ধৃতি টেনে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমাদের প্রত্যেকে পড়া উচিত। কারন তিনি সকলকে নিয়েই ভাবতেন। বঙ্গবন্ধুর এই আদর্শ আমাদের ধরে রাখতে হবে।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাই এখনই উপযুক্ত সময় আমাদের এই ডাকে সাড়া দিতে হবে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সাফল্য কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *