নিজস্ব প্রতিবেদক ঃ গত বৃহস্পতিবার ১৬ মার্চ রাজধানীর লালবাগ এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হেয়ার অয়েল (ডাবর আমলা, নভোরত্ন) ও ভ্যাজলিন হেয়ার টনিক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে নাম বিহীন একটি কারখানা আপন ভিলা, ৩০/এ, দেবীদাস ঘাট লেন, চকবাজার, ঢাকা এর মালিক পলাতক থাকায় ৫ (পাঁচ) টি রুম সীলগালা করা হয় এবং প্রায় ৫ (পাঁচ) লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতিমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) ও ইনজামামুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।
