নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ১৭ মার্চ, সকাল ৯ টায় স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল নীলফামারী, এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, নীলফামারী; অতিরিক্ত পুলিশ সুপার, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীসহ নীলফামারী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ।
