নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৩ মার্চ, লৌহজং, মুন্সীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা,বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদারকরণ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় এবং জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের সহযোগিতায় লৌহজং উপজেলার হলদিয়া বাজার, কনকসার বাজার, ঘৌড়দৌড় বাজার এবং মালির অংক বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। মুদি দোকান, মুরগীর দোকান কাঁচা বাজার, দুধের বাজার হোটেল রেস্তোরাঁয় তদারকি করা হয়।
উক্ত বাজার তদারকি অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম। সার্বিক সহযোগিতা প্রদান করেন নিরাপদ খাদ্য পরিদর্শক, লৌহজং এবং লৌহজং থানা পুলিশ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম আজকের দেশ ডটকম কে জানান,জাতীয় ও জনস্বার্থে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।
