মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলার বিছালী ইউনিয়নের সকল প্রকার খাবারের দোকান,যেমন,চা,পান,বিড়ি-সিগারেট রমজান মাস উপলক্ষে সকল খাবারের দোকান পর্দার আড়ালে থাকবে বলে সকলকে সচেতন করেন,বিছালী ইউনিয়নের জনগণের বন্ধু জননেতা চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক। (২৩ মার্চ) বৃহস্পতিবার বিছালী ইউনিয়নের প্রতিটা বাজারে,পাড়া মহল্লায় রমজান মাস উপলক্ষে ইউনিয়ন বাসিকে জনসাধারণে সামনে কোন প্রকার খাবার,
ধুমপানসহ উচ্চসরে গানবাজনা বাজানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার,যার যার ধর্ম,তার তার আখেরাতের কর্ম,আমরা যার যার ধর্ম পালন করবো,কেউ কারো ধর্ম পালন করতে বাধা গ্রস্থ করবো না বলে ইউনিয়ন বাসিকে আহব্বান জানান। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিছালী ইউনিয়নের চেয়ারম্যান জননেতা গরিবের বন্ধু হিমায়েত হোসেন ফারুক জানান,আমাদের রমজান মাস ইসলাম ধর্মের একটি বড় পবিত্র মাস,এই মাস আমাদের ইবাদতের মাস,আমাদের রহমতের মাস,আমাদের বরকতময়ী মাস,এই মাস আমাদের পরিক্ষা দেয়ার মাস।
আমরা মুসলিম’রা এই রহমতের মাসে কেউ কাউকে কোন প্রকার দুঃখ কষ্ট দিবনা,আমরা সকল অসহায়দের পাসে দাড়িয়ে তাদের কষ্ট দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে তাদের মূখে হাসি ফুটিয়ে তুলবো বলেও সকলের উদ্দেশে আহব্বান জানান,তবে বিছালী ইউনিয়নে কোন প্রকার জনসাধারণের সামনে চা’বিড়ি,সিগারেট,
পান,যে কোন খাবার এবং খোলা মেলা খাবার খাওয়া বা উচ্চসরে বাজারের চায়ের দোকানে টিভি দেখা সম্পর্ণ নিষেদ বলে জানান।