নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা শাখা অঞ্চল-৩ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিচুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের দায়িত্ব পালনে অবহেলা, অসদাচার, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আনিচুল হকের বিরুদ্ধে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের দায়িত্ব পালনে অবহেলা, অসদাচার, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডিএনসিসির মেয়রের সঙ্গে ওয়াকিটকিতে কিছু বাক্য-শব্দ ব্যবহার করেন যা ঔদ্ধত্যপূর্ণ ও অশোভনীয়। এসব কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চাকরি বিধিমালা ২০১৯ এর ৪৯ এর (ক), (খ) এবং (ঘ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচারণ এবং অদক্ষ অভিযুক্ত হওয়া ছাড়াও একই বিধিমালার ৫৫(১) উপবিধি মোতাবেক তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতামেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলে আদেশে বলা হয়।