!! গর্ভবতী মায়ের ডিম্বাশয়ে টিউমার, মা ও শিশুকে বাঁচিয়ে অন্যতম উদাহরণ সৃষ্টি৷ !!
নিজস্ব প্রতিনিধি ঃ অপারেশন থিয়েটারে একজন গর্ভবতী মা’র সিজার করার সময় তার উভয় ওভারির (ডিম্বাশয়ের) বড় দুটি টিউমারের আবিষ্কার করেন উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। গল্পটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেদরগঞ্জ, শরীয়তপুরের।
সখিপুর থেকে আসা এই মা এর টিউমারটি যেকোনো সময় শিশুর ও মা এর মারাত্মক ক্ষতি করতে পারে এবং ভবিষতে মহিলার জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। তাই দ্রুততার সাথে গাইনী কনসাল্ট্যান্টের নেতৃত্বে ওটি টিম টিউমার দুটি অপারেশনের সিদ্ধান্ত নেন, যদিও এটা বেশ চ্যালেঞ্জিং ছিল ও ডিম্বাশয়ের মারাত্মক ক্ষতি হতে পারত।
মহিলাটির পরিবারের সাথে কথা বলে ও লিখিত অনুমতি নিয়ে, সিজারের মাধ্যমে হওয়া প্রথম বাচ্চার মা-এর জন্য ডিম্বাশয় দুটি প্রিজার্ভ করে সফলতার সাথে অপারেশনটি সম্পন্ন করা হয়। বর্তমানে দুজনই সুস্থ আছেন। টিউমার দুটি বায়োপসির জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
