বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে গতকাল রবিবার ৯ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় বঙ্গবাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন এর অনুদান এবং অধিদপ্তর কর্তৃক ইফতার আয়োজন বাতিলপূর্বক সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার চেক বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সহযোগিতা কার্যক্রমে অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান সহ অধিদপ্তরের পরিচালক, কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন, এফবিসিসিআই এর প্রতিনিধি এবং বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ণিত কার্যক্রমে অধিদপ্তরের মহপরিচালক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের ক্ষুদ্র এ প্রয়াস।

আমি সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি । মহাপরিচালক আরও বলেন, আমরা সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করবো এই আশাবাদ ব্যক্ত করছি।

এমতাবস্থায়, বর্ণিত সহযোগিতা কার্যক্রমসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করা হল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *