নিজস্ব প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অভিযানে সোনামসজিদ সীমান্ত থেকে ১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিনসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার ১৪ এপ্রিল, আনুমানিক রাত ২ টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার এর নেতৃত্বে দু’টি বিশেষ টহলদল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী নামক স্থানে একটি বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে উল্লেখিত স্থান থেকে ১টি ৭ পয়েন্ট ৬৫ এম এম বিদেশী পিস্তল ( আমেরিকান তৈরী), ৬ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন সহ ২ জন অস্ত্র ব্যবসায়ী মোঃ শহিদুল (৩০) পিতা- মোর্শেদ আলী, গ্রাম- কয়লাবাড়ী, ডাকঘর- সোনামসজিদ, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ দেলোয়ার হোসেন (২৫) পিতা- মোর্শেদ আলী, গ্রাম- কয়লাবাড়ী, ডাকঘর- সোনামসজিদ, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত পিস্তল, গুলি ও ম্যাগাজিনের আনুমানিক সিজারমূল্য-১,২৩,২০০ (এক লক্ষ তেইশ হাজার দুইশত) টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।