নিজস্ব প্রতিবেদক ঃ বহুল প্রচারিত একুশে টেলিভিশনের (ইটিভি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শুক্রবার ১৪ এপ্রিল, দুপুর ৩ টায় একুশে টেলিভিশনের কার্যালয়ে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান।
এসময় ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারসহ ডিএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইটিভি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আজ একুশে টিভি ২৪ বছরে পা দিল। মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মাণে একুশে টিভি তার সৃষ্টির সূচনালগ্ন থেকে সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার, আগামীর সোনার বাংলাদেশ গড়ার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্পের যে প্রত্যয়, সে প্রত্যয়ের সাথে একুশে টিভি থাকবে। আমি একুশে টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
প্রসঙ্গত, ‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ এই স্লোগান নিয়ে গত ২০০০ সালের ১৪ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল একুশে টেলিভিশন (ইটিভি)। আজ পত্রিকাটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে একুশে টেলিভিশন (ইটিভি)।