কুটনৈতিক বিশ্লেষক : যুদ্ধকবলিত সুদান থেকে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে সৌদির সামরিক বাহিনী।গত এক সপ্তাহধরে সুদানে সামরিক বাহিনীর বিরুদ্ধে আধাসামরিক বাহিনীর অভ্যুত্থান রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছে। এর মধ্যে আটকা পড়ে বিভিন্ন দেশের নাগরিক। তাদেরকে উদ্ধারে ০৫টি যুদ্ধজাহাজ প্রেরণ করে সৌদিআরব। সৌদি বাহিনী এ পর্যন্ত ১৫৮ জনকে উদ্ধার করেছে।

যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ ১২টি দেশের ৬৬টি জন বিদেশী নাগরিক। তবে এ পর্যন্ত ঠিক কতজন বাংলাদেশীকে সুদান থেকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি সৌদি আরবের সামরিক বাহিনীর সদস্যরা । অচিরেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবগত করবে। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)
