বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্ততায় দীর্ঘসময় পর কঙ্গোতে লেন্দু বাজারটি পুনরায় সচল

Uncategorized আন্তর্জাতিক রাজনীতি

কুটনৈতিক বিশ্লেষক : বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্ততায় দীর্ঘসময় পর কঙ্গোতে লেন্দু বাজারটি পুনরায় সচল হয়েছে, এবং হেমা সম্প্রদায়ের লোকজনকে এই বাজার ব্যবহারের অনুমতি দিয়েছে লেন্দু সম্প্রদায়ের লোকজন।


বিজ্ঞাপন

কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী উভয় গোষ্টির নেতৃত্ব স্হানীয়দের সাথে আলাপ করে এই সমমঝোতা হয়েছে।উল্লেখ্য কঙ্গোর গোত্রগত দাঙ্গার সবচেয়ে পুরনো দাঙ্গা হেমা এবং লেন্দু সম্প্রদায়ের।বর্তমান প্রজন্ম জানেইনা তাদদের পূর্বপুরুষ কি কারনে একে অন্যের উপর হামলা চালাতো।

১৯৭৩ সাল থেকে চলে আসা এই দাঙ্গায় হামলা চালিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া গণহত্যা স্বভাবিক বিষয়ে পরিণত হয়েছে৷ দুপক্ষের সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ২৬ হাজারের বেশী এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় উভয় গোষ্টির দেড় লক্ষ্যেরও বেশী মানুষ। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *