বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ২০০ বোতল ফেনসিডিল ও ভারতীয় অবৈধ প্রসাধনীসহ ৩ জন গ্ৰেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নির্দেশক্রমে গতকাল সোমবার ৮ মে, বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে বেনাপোল ছোট আচঁড়া গ্রামস্থ স্থলবন্দরের ২২নং গেট সংলগ্ন খাজা বাবা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হতে রাত ১০ টা ১৫ মিনিটের সময় ২০০ বোতল ফেনসিডিল সহ আসামি ইউসুফ মন্ডল (৩৬), পিতা-বশির মন্ডল, সাং-খাবরাপোতা, থানা-গোপালনগর, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত ও মোঃ জুয়েল রানা (২০), পিতা-সেলিম মোড়ল, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-বোয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করেছে এবং একই তারিখ অত্র থানা পুলিশের অপর একটি অভিযানে বিকাল সাড়ে ৪ টার সময় অত্র থানাধীন রেজাউল মার্কেটের সামনে বেনাপোল টু যশোরগামী মহাসড়কের ফুটপাত রাস্তার উপর হতে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ী, লোহার তৈরি নজেল (যার সর্বমোট মূল্য অনুমান ৪,৫১,২০০ (টাকা) পণ্যসহ আসামি আঃ নবীছদ্দিন (৫২), পিতা-মৃত নূর আলী মন্ডল, মাতা-মৃত আয়শা খাতুন ,স্থায়ী: গ্রাম- মাগুরা, থানা- ঝিকরগাছা, জেলা -যশোর, বর্তমান: গ্রাম- বড় আচঁড়া (ফজলু এর বাড়ির ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা যশোর’কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অত্র থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *