নিজস্ব প্রতিনিধি : বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যলয়ের উদ্দ্যোগে ১৮ টি ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট) পণ্যের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার কারণে ১৮ টি ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পার্বতীপুর আমলী আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়।
যে সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তা যথাক্রমে, মেসার্স এসপি ব্রিকস, ভবের বাজার, মন্নথপুর, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স এআর ব্রিকস, সৈয়দপুর, যশাইহাট, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স বাদশা ম্যানুফ্যাকচারিং, কৈবৎপাড়া মোড়, মনমথপুর, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স বারী ব্রিকস, মরনাই, আমবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স এইচ এম ব্রিকস, মনমথপুর, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স জেএস ব্রিকস, ঝারুয়ারডাঙ্গা, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স খুশি সুপার ব্রিকস, বড় হরিপুর, বছিরবানিয়া হাট, পার্বতীপুর, দিনাজপুর , মেসার্স ডিআর ব্রিকস, গোপালগঞ্জ বাজার, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স মা ব্রিকস, মনমথপুর, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স মোকারম সুপার ব্রিকস, বড় চন্দ্রীপুর, হাবড়া, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স এমএসবি ব্রিকস, জমিরহাট, ডাঙ্গাপাড়া, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স রয়েল ব্রিকস-২, রঘুনাথপুর কুমারপাড়া, রামপুর, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স আরভি ব্রিকস, বড় রামচন্দ্রপুর, আমবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স এসএ ব্রিকস, মহবপুর, মোস্তফাপুর, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স শাফি ব্রিকস, মেলারডাঙ্গা, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স সমতা ব্রিকস, খলিলপুর ঢেরেরহাট, খয়েরপুকুর হাট, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স বারী ব্রিকস, মরনাই, আমবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর এবং মেসার্স হক ট্রেডার্স ব্রিকস, বেলাইচন্ডি, হাঁসডাঙ্গা, পার্বতীপুর, দিনাজপুর।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে দিনাজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের -পার্বতীপুর আমলী আদালতে এ নিয়মিত মামলাগুলি দাখিল করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যলয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া বলেও তিনি জানান ।