নিজস্ব প্রতিনিধি : বর্তমানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই, রংপুর অফিসের অফিস প্রধানের পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার মোবাইল নং- ০১৩০৪৯৪৭০৯৬ ফোন করে বিভিন্ন পরিমাণ টাকা দাবি করে আসছে।
তার ভয়-ভীতি ও চাতুরতা প্রদর্শনের কারণে অনেক প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী/ম্যানেজার ইতিমধ্যে সরলমনে অনলাইনে টাকা পাঠিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে ব্যক্তি এবং বিএসটিআই’র ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।
বিষয়টি প্রতিরোধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুরে গত ১৩ জুন, ১টি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডায়েরী নং- ১০১০, তারিখ ১৩ জুন, ২০২৩, বিএসটিআই, রংপুর অফিসের সেবা প্রদানের ক্ষেত্রে সরকারী সকল ফি মানি রশিদের মাধ্যমে গ্রহণ করা হয়।
কিন্তু বর্তমানে অনলাইনে পরিশোধের কোন সুযোগ নেই। এ বিষয়ে বিএসটিআই’র সকল সেবা গ্রহীতা/স্টেক হোল্ডারদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।