কুমিল্লা মডেল থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬২ কেজি গাঁজা ও ১২০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় সারাদেশ

কুমিল্লার মডেল থানা, গ্রেফতার কৃত আসামি ও উদ্ধারকৃত মাদক দ্রব্য, ইনসেটে ওসি তদন্ত।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি  : কুমিল্লা মডেল থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬২ কেজি গাঁজা ও ১২০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, কুমিল্লা সদর কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) শিমুল পারভেজ, এএসআই (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন ও ফোর্সসহ গোপন সূত্রে খবর পেয় গতকাল বুধবার ৫ জুলাই,  বিকাল  ৪ টা ৪০ মিনিটের   সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন হাউজিং এষ্টেট এলাকায় ব্লক-এল, সেকশন-৪ এর হাউজিং এষ্টেট এন্ড কলেজ এর সামনে ১ তলা পরিত্যক্ত বিল্ডিং এর সামনের বাউন্ডারী ওয়ালের ভিতর অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে  ৩১টি কাগজ এ মোড়ানো পোটলায়  ৬২ (বাষট্টি) কেজি গাঁজা এবং কালো রংয়ের ৬টি এয়ার টাইট পলিপ্যাকের মধ্যে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বর বিহীন ধূসর রংয়ের FZS V3 মোটর সাইকেল  সহ আসামী মোঃ শাকিল (৩১), পিতা- বাবুল মিয়া, সাং- জালুয়াপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করে।

ঘটনাস্থলে থাকা অপর আসামী আবু হানিফ @ অপু (৩৪), পিতা- শাহজাহান মিয়া সাং- কাঁটাবিল, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা দৌড়ে পালিয়ে যায়।১নং গ্রেফতার কৃত  আসামী মোঃ শাকিল এর বিরুদ্ধে ৫ ট  মাদক ও চুরির মামলা এবং পলাতক আসামী আবু হানিফ @ অপুর বিরুদ্ধে ১০ টি  মাদক, অস্ত্র, চুরি, মারামারির মামলা রয়েছে।

উল্লেখিত আসামীদের বিরুদ্ধে এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান বাদি হয়ে কুমিল্লা সদর মডেল থানায়  মাদক আইনে ১৯(গ)/১০(ক)/২৬/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এজাহার দায়ের করেন যার নং-১৯।

কুমিল্লা জেলার কোতয়ালী থানার ওসি (তদন্ত ) জানান সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি বিশেষ শ্রদ্ধা রেখে কুমিল্লা মডেল থানার এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া ।যেহেতু কুমিল্লা জেলার আশেপাশের বেশ কিছু এরিয়া বর্ডার সংযুক্ত মাদকদ্রব্য চোরা কারবারিরা এই পথেই মাদক পাচার করে থাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *