নিজস্ব প্রতিনিধি : যক্ষ্মা সনাক্তের জন্য বর্তমানে বাংলাদেশের সকল উপজেলাতেই জিন এক্সপার্ট মেশিনের ব্যবহার হচ্ছে। অত্যন্ত কার্যকরী এবং ব্যয়বহুল এই মেশিনের মাধ্যমে সম্ভাব্য যক্ষ্মা রোগীদের কফ পরীক্ষা করা হচ্ছে দীর্ঘ সময় ধরে। তবে এক সাথে ৪টি কফ পরীক্ষা করা যেত ৪ মডিউলের এইসব মেশিনে।
নাটোর জেলার সদর উপজেলায় বর্তমানে কাজ করছে ১৬ মডিউলের আরো অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিন। একই সাথে ১৬ টি কফ পরীক্ষা করা যায় এই মেশিনে। নাটোর জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এবং সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমানের দৃঢ় চেষ্টায় সদর উপজেলায় প্রতিদিন ৪৮ থেকে ৬৪ টি কফ পরীক্ষা করা হচ্ছে যেখানে আগে ৪ মডিউলের মেশিনে করা যেত ১২ থেকে ১৬ টি।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী (NTP) এর এই উদ্যোগ এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার- এসডিজি লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।