সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস’র বিরুদ্ধে সনদ বাণিজ্যের অভিযোগ : জাল সনদে কালবে আগষ্টিনের নির্বাচনী বৈতরনী পার করেছে সমবায় অধিদপ্তর!

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

 

নিজস্ব প্রতিবেদক  : কোন ধরনের আয়োজন এবং প্রশিক্ষণার্থীদের অংশগ্রহন ব্যতিরেকে বায়বীয় কাগুজে প্রশিক্ষণ কোর্স পরিচালনা দেখিয়ে সনদ ”বিক্রির” অভিযোগ পাওয়া গেছে সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) এর বিরুদ্ধে। এবং ১১ নভেম্বর-২০২২ তারিখে অনুষ্ঠিত কালবের নির্বাচনে এই জাল সনদ দিয়ে বেআইনীভাবে চেয়ারম্যান পদপ্রার্থী আগষ্টিন পিউরিফিকেশনের নির্বাচনী বৈতরনী পার করে দিয়েছে সমবায় অধিদপ্তর!


বিজ্ঞাপন

অনুসন্ধানে জানাগেছে, খ্রীষ্টান সম্প্রদায় ভিত্তিক কেন্দ্রেীয় সমবায় সমিতি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস এর ৩ দিনের সমবায় সমিতির ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, ৩ দিনের সমবায় সমিতির হিসাব ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স,৩ দিনের সমবায় সমিতির ঋণ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স,৩ দিনের সমবায় সমিতির আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোসর্, ৩ দিনের মানব সম্পদ উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স , ৩ দিনের কর্মী দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স, ৩ দিনের ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স,৩ দিনের প্রোডাক্ট উন্নয়ন ও বিপণন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স,৩ দিনের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোসর্, ৩ দিনের অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোসর্, ১ দিনের ঋণ তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কোর্স,৫ দিনের ক্রেডিট ইউনিয়ন ম্যানেজমেন্ট এন্ড ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স এবং ৩০ দিনের সমবায় ডিপ্লোমা কোর্স পরিচালনার পরিকল্পনাধিন রয়েছে।


বিজ্ঞাপন

তবে কাককোর ওয়েব সাইট,ফেসবুক পেজ,বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা এবং সদস্য সমিতির সাথে কথা বলে জানাগেছে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত উপরোক্ত তালিকার মধ্যে কেবল তিনটি প্রশিক্ষণ কোর্স যথা: সমবায় সমিতির ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, সমবায় সমিতির হিসাব ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, সমবায় সমিতির ঋণ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছে।

প্রস্তাবিত”ক্রেডিট ইউনিয়ন ম্যানেজমেন্ট এন্ড ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স” এখন পর্যন্ত শুরু করেনি। এজন্যে কোন কোর্স কারিকুলামও এখন পর্যন্ত প্রস্তুত করা হয়নি।কোর্স পরিচালনার জন্যে যথাযথ টেকনিক্যাল সাপোর্টও নেই। তাছাড়া, কাককোর ওয়েব সাইট,ফেসবুক পেজ স্টাডি করে উক্ত কোর্স আয়োজনের কোন নোটিশ,উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানের কোন আলোকচিত্র বা প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। কিন্ত কাককো আয়োজিত অপর তিনটি কোর্স আয়োজনের নোটিশ,উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের বিজ্ঞপ্তি ও আলোকচিত্র পাওয়া গেছে।

অথচ ১১/১১/২০২২ তারিখে অনুষ্ঠিত কালবের নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী আগষ্টিন পিউরিফিকেশন কাককো কর্তৃক সরবরাহকৃত ক্রেডিট ইউনিয়ন ম্যানেজমেন্ট এন্ড ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স এর একটি সনদ দাখিল করেন।অনুসন্ধানে তা জাল সনদ বলে প্রমানিত হয়েছে।

অবশ্য জাল সনদ তার জালিয়াতির স্বাক্ষর নিজেই বহন করেছে। সনদে প্রদানের তারিখ উল্লেখ থাকলেও নিয়ম অনুযায়ী কোর্স সম্পন্নের সময়, কাল,স্থান কোন কিছুই উল্লেখ নাই।যেমন কালবের সিউডিসিসি কোর্স এর সনদে সময়,কাল ও স্থানের সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। এমনকি কোর্স টাইটেল- ক্রেডিট ইউনিয়ন ম্যানেজমেন্ট এন্ড ডিরেকটর কম্পিটেন্সি কোর্স(সিইউএমডিসিসি) এর ইংরেজিতে লেখা ”ম্যানেজমেন্ট” বানানেই ভূল আছে।সময়ের প্রয়োজনে তড়িঘড়ি করে রেডিমেড সনদ তৈরি করার কারনে বানানে ভূল হয়েছে বলে সংশ্লিষ্ট বিশ্লেষকগণ মনে করেন।

এবিষয়ে কাককোর ব্যবস্থাপনা কমিটির একজন সাবেক সদস্য নাম প্রকাশ না করার একান্ত শর্তে বলেন,কাককো ক্রেডিট ইউনিয়ন ম্যানেজমেন্ট এন্ড ডিরেকটর কম্পিটেন্সি কোর্স(সিইউএমডিসিসি) নামে কোন কোর্স এখন পর্যন্ত পরিচালনা করেছে এটা আমি কোন দিন শুনিনি।আপনারা তদন্ত করলেই সত্যাসত্য জানা যাবে। এতেই স্পষ্ট যে কাগুজে কোর্সের জাল সনদ এটি।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে,কালব নির্বাচনের প্রাক্কালে ২৯/৯/২০২২ তারিখে  চেয়ারম্যান -সেক্রেটারী স্বাক্ষরিত দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) এর কর্তৃক প্রদত্ত ক্রেডিট ইউনিয়ন ম্যানেজমেন্ট এন্ড ডিরেকটর কম্পিটেন্সি কোর্স (সিইউএমডিসিসি) নামে একটি জাল সনদ সমবায় অধিদপ্তরের ২৫/১০/২০২২ তারিখের আপিল শুনানীকালে দাখিল করেন চেয়ারম্যান পদপ্রার্থী আগষ্টিন পিউরিফিকেশন।

যদিও উক্ত সনদ নিয়ম অনুযায়ী মনোনয়নপত্রের সাথে জমা দেননি তিনি । আর কাককো অথবা অন্যকোন সংস্থা প্রদত্ত জাল অথবা প্রকৃত কোন সনদই কালবের সিউডিসিসি কোর্স এর বিকল্প হতে পারে না বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ মনে করছেন।

বিকল্প সনদ গ্রহন করে নির্বাচন কমিটি কেবল কালবের উপ-আইন নয় সুপ্রীম কোর্টের আদেশও লংঘন করেছে।
অথচ কাককোর এই জাল সনদ দিয়েই কালবের নির্বাচনে আগষ্টিন পিউরিফিকেশনের নির্বাচনী বৈতরনী পার করে দিয়েছে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক কাজী মেসবাহ উদ্দিন আহমদ,যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন ও পরিদর্শক চৌধুরী মো: মোশারফ হোসেন তায়েফ গং।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *