দুঃসাহসিক কাজের স্বীকৃতি পেলেন ৭ সেনা সদস্য

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক :  নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন ও দুঃসাহসিক কাজের স্বীকৃতি হিসেবে সাতজন সেনা সদস্যকে প্রশংসাপত্র দিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি এসব সেনা সদস্যদের ইনসিগনিয়া পরিয়ে দেন তিনি। এছাড়া সেনা সদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পুরস্কারপ্রাপ্ত ১৪ জন সেনা সদস্যকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।


বিজ্ঞাপন

এতে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পাওয়া সেনা সদস্যদের দৃঢ় মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও কর্তব্যের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান। তিনি বলেন, তাদের এই স্পৃহা দেশের সবার জন্য পাথেয়।এ সময় সেনাবাহিনীর সব সদস্যদের এ ধরনের অনুকরণীয় কাজের নির্দেশনা দেন তিনি।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সেনা সদর এবং ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও সৈনিকরা উপস্থিত ছিলেন। (তথ্য সূত্র ও ছবি : বিএমএ)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *