রাজধানীতে ইসকন আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২৩ উদযাপন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : গতকাল বুধবার  ৬ সেপ্টেম্বর, বিকালে ইসকন কর্তৃক  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২৩ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল (এমপি)। সংবর্ধনা ও  জন্মাষ্টমী উৎসব-২০২৩ এর প্রেসিডেন্ট এবং ইসকন বাংলাদেশের সাধারণ সম্পদক চারু চন্দ্র দাস ব্রম্মচারী এর সভাপতিত্বে আয়োজিত জন্মাষ্টমী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বামী বখতি পুরোষোত্তম, জিবিসি ইসকন, মায়াপুর, ভারত।


বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সংঞ্চালনা করেন বিখ্যাত অভিনেতা শ্রী মনোজ সেন গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অতুল কৃষ্ণ দাস, ইসকন, মেলবোর্ণ, অস্ট্রোলিয়া। উপস্থিত গুনীজনদের মধ্যে প্রভু ওমানী কৃষ্ণ দাস উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি  বীর মুক্তিযোদ্ধা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল (এমপি)  “গুনীজন সংবর্ধনা” সম্মাননা প্রদান করেন।

সম্মাননা গ্রহণ করেন শ্রী জেএল ভৌমিক, প্রেসিডেন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী ড. সামান্ত লাল সেন, প্রধান জাতীয় সমন্বয়ক, প্লাস্টিক সার্জারী এবং বার্ণ প্রজেক্ট, প্রফেসর ড. সত্য প্রাসাদ মজুমদার, ভাইস চ্যান্সেলর, বুয়েট, অবসর প্রাপ্ত বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকার, শ্রী সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, শ্রী দীলিপ দাশ গুপ্ত, ক্রেডিট স্পেশালিষ্ট, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, শ্রী দীলিপ কুমার আগারওয়ালা, সিআইপি, এমডি, ডায়ামন্ড ওয়ার্ল্ড লিমিটেড এবং পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *