নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর-২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৯২ কোটি ৪৭ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩১ কেজি ১৯ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৭০৬ গ্রাম রূপা, ৫,৬৯,৪৬৮ কসমেটিক্স সামগ্রী, ১৯,০৫৬ ইমিটেশন গহনা, ২৪,৩১২টি শাড়ী, ১০,৮০৬ থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, ১,৭২০ ঘনফুট কাঠ, ৬,৫৩৫ কেজি চা পাতা, ১,১৮,৯১০ কেজি কয়লা, ১১টি কষ্টি পাথরের মূর্তি, ৩টি ট্রাক, ৫টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৪টি চাঁন্দের গাড়ী, ৩৫টি সিএনজি/ইজিবাইক এবং ৮৭টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, বিভিন্ন প্রকার গান ৯টি, ম্যাগাজিন ৭টি এবং ২৬ রাউন্ড গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৮,৬৯,৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৯৯১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩০ কেজি ৪১৫ গ্রাম হেরোইন, ১১,৭০৬ বোতল ফেনসিডিল, ২৩,৮৩৯ বোতল বিদেশী মদ, ৬৪১ লিটার বাংলা মদ, ৫,৭১৯ ক্যান বিয়ার, ১,২১২ কেজি গাঁজা, ৪,৫৩,১০৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৫,৬৭৮টি নেশাজাতীয় ইনজেকশন, ৪,১০৭টি ইস্কাফ সিরাপ, ৩ কেজি ০৮ গ্রাম কোকেন, ২,৭৪৪ বোতল এমকেডিল/কফিডিল, ২,৮০২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৪,৩৩,১০৬ পিস বিভিন্ন প্রকার ঔষধ এবং ১,৪৪৮টি অন্যান্য ট্যাবলেট ।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৯ জন বাংলাদেশী নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং ১৩১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।