বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের উদ্দ্যোগে দিনাজপুরে ২৪ টি প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা 

Uncategorized আইন ও আদালত বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যলয়ের  কর্মকর্তারা দিনাজপুর জেলায় বেকারী শিল্পের প্রাতিষ্টানিক সচেতনতা বৃদ্ধি,অবকাঠামোগত সংস্কার এবং নিষিদ্ধ কাঁচামাল এর ব্যবহার রোধকল্পে ২৪টি বেকারীতে  সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  জেলা বেকারী মালিক সমিতি,দিনাজপুরের  সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্যোগে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় গতকাল বুধবার  ৪ অক্টোবর,  সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকারী  টীমের সদস্যরা  ২৪ টি বেকারীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অনুযায়ী পণ্য উৎপাদনের পরিবেশ, অবকাঠামোগত কিভাবে উন্নয়ন করতে হবে, ব্যবহৃত কাঁচামাল, সংরক্ষণ পদ্ধতি,পণ্য বাজারজাত করার জন্য লেবেলের তথ্যসমূহ প্রদানের নির্দেশনা, বিএসটিআই লাইসেন্স গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা,বিভিন্ন পণ্যের বিএসটিআই কর্তৃক আদায়কৃত ফি’র তালিকাসহ প্রয়োজনে যোগাযোগের নাম্বার প্রদানসহ বৈধভাবে ব্যবসা পরিচালনা করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং পরবর্তীতে প্রাতিষ্টানিক ব্যর্থতায় প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

পরিদর্শনকৃত প্রতিষ্ঠানসমূহ যথাক্রমে :  স্মৃতি বেকারী, রানীরবন্দর, চিরিরবন্দর, দিনাজপুর, সোহাগ বেকারী, চিরিরবন্দর, দিনাজপুর, মা বেকারী এন্ড বিথী ফুড প্রোডাক্টস, পুরাতন জেলখানা রোড,  মাইল, বীরগঞ্জ, দিনাজপুর, ভাই ভাই বেকারী,  মাইল, বীরগঞ্জ, দিনাজপুর,  রূপা বেকারী, গোলাপগঞ্জ, মাহাতাবপুর, বীরগঞ্জ, দিনাজপুর, ইউসুফ হোম মেইড বেকারী, বৈরাগীবাজার, বীরগঞ্জ, দিনাজপুর, সুবহানিয়া বেকারী, উল্লাস চত্ত্বর, বীরগঞ্জ, দিনাজপুর, ইশাত বেকারী, চিলকুড়া, বীরগঞ্জ, দিনাজপুর,  নিউ মাহিম বেকারী, কোমরপুর, বীরগঞ্জ, দিনাজপুর,  ইউসুফ বেকারী, পাইকপাড়া, কাহারোল, দিনাজপুর, জান্নাতুন বেকারী, পাইকপাড়া, কাহারোল, দিনাজপুর, কথা কলি ফুড বেকারী, চন্ডিপুর, কাহারোল, দিনাজপুর, দেশী বেকারী এন্ড সুইটস, বকুলতলা, বোচাগঞ্জ, দিনাজপুর,  রুচিতা বেকারী, সুবিতহাট, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ, দিনাজপুর, তৃপ্তি বেকারী, মেলাগাছি, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ, দিনাজপুর, রাসেল বেকারী, বড় সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর, রাকিব বেকারী, ধনতলা, ঝাড়বাড়ী, বোচাগঞ্জ, দিনাজপুর, রাকিব বেকারী, ধনতলা, ঝাড়বাড়ী, বোচাগঞ্জ, দিনাজপুর,  ইউনুস বেকারী, ধনগ্রাম, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর, রাহুল বেকারী, দক্ষিণ রঘুনাথপুর, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর, আজমীর বেকারী, দক্ষিণ রঘুনাথপুর, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর, তালিব বেকারী, রামপুর, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ , দিনাজপুর,  ফ্রস ফুড, মাধবপুর বাজার, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ , দিনাজপুর এবং  সি গ্রিন ফুড, তের মাইল, বীরগঞ্জ, দিনাজপুর।

অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান,সহকারী পরিচালক (সিএম) এবং প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম)।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *