প্রধানমন্ত্রী কর্তৃক  মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প (প্রথম ধাপ) উদ্বোধন ও সুধী সমাবেশে অংশগ্রহণ উপলক্ষে জেলা পুলিশের কঠোর নিরাপত্তা 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মুন্সীগঞ্জের জেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প (প্রথম ধাপ) উদ্বোধন ও সুধী সমাবেশে অংশগ্রহণ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর  নিরাপত্তা ব্যাবস্থা, এ খবর  সংশ্লিষ্ট সুত্রের


বিজ্ঞাপন

জানা গেছে,   আগামীকাল মঙ্গলবার  ১০ অক্টোবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মুন্সীগঞ্জ জেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প (প্রথম ধাপ) উদ্বোধন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন।


বিজ্ঞাপন

এ উপলক্ষ্যে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত ব্রিফিং প্যারেডের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  মোহাম্মদ আসলাম খান, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল)  মোঃ তোফায়েল আহমেদ সরকার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল)  মো. মোস্তাফিজুর রহমান রিফাত, মুন্সীগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *