ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের মধ্যেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সিল যুক্ত ব্যালট পাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ঐ হলের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।
জানা যায়, হলের পাঠকক্ষ থেকে আগেই সিল মেরে রাখা ব্যালটের একটি ব্যাগ পাওয়া যায়। সেখানে পাওয়া সব ব্যালটই ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা ছিল।
সিল যুক্ত ব্যালট পাওয়া নিয়ে প্রক্টর গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।