নিজস্ব প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে মহিলাদের ১মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ রবিবার ১২ নভেম্বর ১২ টায় পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পীরগঞ্জ ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ডের মহিলাদের ১মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন, প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ ও শানেরহাট হাইস্কুল মাঠে সুধী সমাবেশ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
উপজেলা চত্তরে জেলা পুলিশ, রংপুরের একটি সুসজ্জিত দল স্পীকার কে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর (অতিরিক্ত ডিআিইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর, হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল এবং অতিরিক্ত দায়িত্বে ডি-সার্কেল), রংপুর, এ এস এম তাজিমুল ইসলাম শামীম, মেয়র পীরগঞ্জ পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ, রংপুর, অফিসার ইনচার্জ, পীরগঞ্জ থানা, রংপুর, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।