নইন আবু নাঈম তালুকদার,(বাগেরহাট)ঃ বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ওষুধ ব্যবসায়িকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন। ১২ নভেম্বর দদুপুর ১২টায় হাসপাতাল সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামিম উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে নোমান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা এবং তুবা ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির দ্বায়ে ৫ শত টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম বলেন, ড্রাগ এ্যাক্ট ১৯৪০ ধারায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখার দ্বায়ে তাদের জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতে যাতে এ ধরণের কাজ না করে সেজন্য সতর্ক করা হয়েছে।