বিশেষ প্রতিনিধি, (যশোর) : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৫/১২/২৩) দুপুর সাড়ে তিনটার সময় লাইটার জাহাজ এমভি আর রাজ্জাক জাহাজের তলা ফেটে ভিতরে পানি ঢুকে যায়। ওই জাহাজে থাকা ৮ শ’ ২০ মেট্রিক টন ইন্দোনেশিয়া কয়লা ছিলো। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ সময় জাহাজটি নওয়াপাড়া ভৈরব নদের সরদার মিল খেয়াঘাট সংলগ্ন নোংগর (দাড়ানো অবস্থায়) করা ছিলো।
এমভি আর রাজ্জাকের মাষ্টার মো: মুরাদ হোসেন জানান, গত ৮ ডিসেম্বর নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স শেখ ব্রাদার্সের আমদানী করা ৮ শ’ ২০ মেট্রিক টন ইন্দোনেশিয়া কয়লা নিয়ে হাড়-বাড়িয়া থেকে রওনা হয়ে গত ১০ ডিসেম্বর নওয়াপাড়ায় সরদার মিল ঘাটে নোঙর করে।
৫ দিন পর আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ঘাটে লাগানোর সময় তলা ফেটে জাহাজে পানি ঢুকে জাহাজটি ভৈরব নদে তলিয়ে যায়। জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে। অভয়নগর থানায় সাধারন ডায়েরীর প্রক্রিয়া চলমান রয়েছে।
শেখ ব্রাদার্সের পরিচালক শেখ শফিয়ার রহমান বলেন, নওয়াপাড়া ভৈরব নদে কয়লা বোঝাই লাইটার জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকেছে। এ সময় জাহাজটি ভৈরব নদে ডুবে গেছে। কয়লা বোঝায় ওই জাহাজটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।