বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তাদের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার কিছু দৃশ্য।
নিজস্ব প্রতিনিধি (সিলেট) : পণ্যের ওজন ও পরিমাপ সংক্রান্ত বিষয়ে আজ সোমবার ১৫ জানুয়ারি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তারা সিলেট সদরের খাদিমনগর বিসিক এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন।
সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, নিম্নোক্ত প্রতিষ্ঠান গুলিকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।
এর মধ্যে মেসার্স মি. সুইট এন্ড ফুড প্রোডাক্টস, বিসিক, খাদিমনগর, সিলেট, মেসার্স সেভারী ফুড প্রোডাক্টস, বিসিক, খাদিমনগর, সিলেট, মেসার্স রিসতা ফুড ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ, বিসিক, খাদিমনগর, সিলেট, মেসার্স দেশি ফুড, বিসিক, খাদিমনগর, সিলেট, মেসার্স থাই ফুড, বিসিক, খাদিমনগর, সিলেট উল্লেখযোগ্য।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের অফিস প্রধান মোঃ লুৎফর রহমান, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে উক্ত অভিযানে কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি) অংশগ্রহন করেন।