গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায়  ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত 

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের বর্বর দখলদার সেনাবাহিনী কতৃক বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। তাই ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা কর্মসূচির মধ্যদিয়ে ২৫ মার্চের গণহত্যা দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন ঐতিহাসিক জয় বাংলা পুকুর পাড়ে ‘৭১ -এর বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


বিজ্ঞাপন

এসময় জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, স্থানীয় সরকার -এর উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭১ -এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *