মোঃ আসাদুজ্জামান (বেনাপোল) : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের এখন থেকে ‘যাত্রীসুবিধা ফি’ অনলাইনে পরিশোধ করতে হবে। আজ রোববার থেকে এই ফি অনলাইনে পরিশোধ করে যাত্রীদের ভারতে যেতে হবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। চলতি বছর থেকে এই ফি বাবদ যাত্রীপ্রতি ৫৪ টাকা ৫২ পয়সা দিতে হচ্ছে।
ভারতে যাওয়ার সময় স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মিত আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারে এই যাত্রীসুবিধা ফি পরিশোধ করে রসিদ নিতে হয়। আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের ফটকে সেই রসিদ দেখিয়ে স্থলবন্দরে প্রবেশ করতে হয় ভারতগামী যাত্রীদের। যাওয়ার পথে শুধু যাত্রীসুবিধা ফি নেওয়া হয়।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের সেবার মান বাড়াতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেনাপোল স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল। ছয়তলা ভিত্তির ওপর তৃতীয় তলা পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৬৭৫ বর্গফুটের এই ভবন নির্মাণে ব্যয় হয় ৭ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৮৮২ টাকা। ২০১৭ সালের ২ জুন টার্মিনালটি উদ্বোধন করা হয়। এরপর টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। চারটি খাতে যাত্রীসুবিধা ফি নির্ধারণ করা হয় ৩৮ টাকা ৭৬ পয়সা। এর মধ্যে প্রবেশ ফি ৯ টাকা ৯১ পয়সা, অপেক্ষা ফি ৯ টাকা ৯১ পয়সা, সার্ভিস চার্জ ৩ টাকা ৯৭ টাকা ও টার্মিনাল চার্জ ৯ টাকা ৯১ পয়সা। শতকরা ১৫ টাকা হারে ভ্যাট ৫ টাকা ৬ পয়সা। প্রতিবছর শতকরা ৫ টাকা হারে বৃদ্ধিতে ২০২৪ সালে এসে ফি দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪১ পয়সা। শতকরা ১৫ টাকা হারে ভ্যাট ৭ টাকা ১১ পয়সা। মোট ৫৪ টাকা ৫২ পয়সা। এত দিন যাত্রীরা আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারে এই যাত্রীসুবিধা ফি পরিশোধ করে রসিদ নিতেন।