ডিজিটাল যুগে ও ভন্ড বিমান হুজুর সাইফুল ইসলামের প্রতারনা অব্যাহত

Uncategorized অপরাধ ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : এই ডিজিটাল যুগেও প্রতারনা! বিমান হুজুর নামে এক প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে দেশ বিদেশের সর্বত্র সাধারণ নিরিহ মানুষ। মানুষ আর কত প্রতারিত হবে ভন্ড দের কাছে! এর কি বিহিত ব্যবস্থা নেই সরকার ও পুলিশ প্রশাসনের কাছে।


বিজ্ঞাপন

মানুষ ঠকানো এক শ্রেণীর ব্যবসায়ী, হুজুর, শিক্ষক নামধারী ভন্ড প্রতারনা পেশায় জড়িয়ে হয়রানি করছে সাধারণ মানুষকে । কারণ তাদের কথার ধরন শুনলে যে কেউই প্রতারিত হতে বাধ্য। তাদের হাতের মুঠোয় থাকে জিন – পরী!কেউ কুরআন শরীফের আয়াত বলে বলেন এই তাবিজ নিলে মুস্কিল আসান!প্রলোভন মূলক নানা রকম গল্প বলে মওকা বুঝে নানা সমস্যার রক্ষা কবজ হিসেবে তারা বিক্রি করে। ভাগ্য বদলের অভয় দিয়ে চড়া দামে তাবিজ ও বিভিন্ন ভূয়া ঔষধি গাছের তথাকথিত ঔষধ দিয়ে প্রতারনা করছে।


বিজ্ঞাপন

সব সমস্যার সমাধান এক জায়গায় স্বামী স্ত্রীর মনোমালিন্য, প্রেমে ব্যর্থতা, পড়ালেখা অমনোযোগী, অবাধ্য সন্তানকে বাধ্য করা, শত্রু দমন, স্বামী স্ত্রীর সহবাসে দীর্ঘায়িত হওয়া, রাত ভর আনন্দ ফুর্তি করতে পারেন, লিঙ্গ শক্ত হওয়া, লিঙ্গ লাম্বা করা,এই রকম কুরুচিপূর্ণ বক্তব্য ইউটিউবে প্রচার করছে,যাহা উঠতি বয়সের ছেলে মেয়েরা মোবাইলের বদলে খারাপ পথে পরিচালিত হবে, ছোট শিশুরা মোবাইলে গেমিং খেলার বদলে এই কুরুচিপূর্ণ বক্তব্য তাহারা পড়ে অল্প বয়সে খারাপের দিকে ধাবিত হবে।

বিদেশে মাত্রায় বাঁধা,ব্যবসায়ী উন্নতি , জাদুটোনা ও ভূত- জিনের আছর কাটানো,নিঃ সন্তান দম্পতির সন্তান লাভ, মনের মানুষ কে আয়ত্তে আনা সবাই তারা করতে পারেন ঐশ্বরিক ক্ষমতায় এমনটাই দাবি এই ভন্ড দের। ইউটিউবে মনভোলানো কথার ফুলঝুরি বলে মানুষ কে আকৃষ্ট করার পথ করে নেন তারা। সহজ সরল মানুষকে ফতুর করে রাস্তায় ছুঁড়ে ফেলাই হল তাদের শেষ চিকিৎসা। এমন বহু উদাহরণ সমাজে করছে আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায়।

এই প্রতারকদের জাদুর পরশ হাতছানি দিয়ে ডাকছে বিপদগ্রস্ত মানুষদের। হয়তো সমস্যা সমাধান হবে এই আশায় ছুটে যান তাঁরা। অনেকের সমস্যার সমাধান হয়তো প্রকৃতিকভাবেই হয়ে যায়। কিন্তূ তারা ভাবে ঐ তাবিজ কবজ, গাছের কিংবা এই ভূয়া কবিরাজ হুজুরের জন্যই সম্ভব হয়েছে। তাবিজ কবজ ইসলাম দৃষ্টিতে কি বলে?

এই প্রশ্ন জাগেও ছিল এই শতাব্দীতেও আছে। ১, পর্যবেক্ষণ ২,তুলনা করণ ৩,শ্রেনী করণ , পরিমাণ নির্ধারণ ৪ পরিমাণ নির্ধারণ ৫,পরিমাপণ ৬, পরিক্ষা নিরীক্ষা ৭, সিদ্ধান্ত গ্ৰহন ৮ তাবিজ কবজ বিক্রি করা। ইসলামের দৃষ্টিতে হারাম । ইসলামের দৃষ্টিতে ইসলাম ধর্মকে দোহাই দিয়ে মানুষকে প্রতারিত করে এই ব্যবসা করে তাবা প্রতারক।জাদু টুনা, ভাগ্য গণনা, ভেলকি বাজ ফকির তথাকথিত হুজুরের শরনাপন্ন হওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে লালবাগ শাহী জামে মসজিদে ইমাম বলেন,প্রথমত ইসলামে ধোকা বাজদের কোন জায়গা নেই। দ্বিতীয়ত কুরআনের দোহাই দিয়ে তাবিজ কবজ বিক্রি করে তারা শিরক করে।আর আল্লাহ তাআলা সব গোনাহ মাফ করলেও শিরক মাফ করে না।

তাই মুসলমান দের এই ফিতনা থেকে বিরত থাকতে হবে। একসময় এই ফেতনা বাজরা রাস্তা ঘাটে এই কর্মকাণ্ড পরিচালনা করতো এখন সময়ের বিবর্তনে তারা এখন উঠে এসেছে অভিজাত এলাকায়। এই ইন্টারনেট যোগে ইউটিউবে ইসলামের দোহাই দিয়ে সুন্দর সুন্দর কথা বলে মানুষ কে প্রতারনা কৌশল অবলম্বন করেছে। বাংলাদেশর প্রতিটি জেলায় এই প্রতারকরা তারপর।এমনই একজন প্রফেসর উপাধি নামধারী সাইফুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন জেলায় অফিস করে এই প্রতারণা করছে। তাহাকে বিমান হুজুর নামে সবাই চিনে।

তিনি ঢাকা এয়ারপোট বাস স্ট্যান্ডে রেল গেইট দিয়ে আশকোনা মাছের আড়তে পাশে ৯তলা ভবনের দ্বিতীয় তলায় বিশাল অফিস করে এই প্রতারনা করছে। মোবাইল ০১৮২২৫১৩৩২৫ এখানে বৃহস্পতিবার ও শুক্রবার এই কর্মকাণ্ড পরিচালনা করেছে। বর্তমানে শুধু ঢাকা মহানগরে অনেক গুলো শাখা নতুন করে খুলেছে।

রাজধানীর শ্যামলী অফিস : হোয়াইট প্যালেস কনভেনশন হলের পিছনের ৫তলা ভবনের চতুর্থ তলা মোবাইল:০১৩২২-৩০৬০০১

চট্টগ্রাম অফিস :  হিলিশহর এইচ ব্লক রোড় -২ লেইন নং-৩ বাসা নং ৪ সালেহা মঞ্জিল তৃতীয় তলা এখানে শনিবার বসেন মোবাইল নং০১৮৩১-০৫৮৭৯৯,০১৯১৬-২৬৫৬৩৮

সিলেট অফিস  : শাহ্ পরান রোড,পিরের বাজার, ইউনাইটেড আবাসিক এলাকায়,রাফি টাওয়ারের ২য় তলা এখানে বুধবার বসেন এই পতারক মোবাইল:০১৩১৬৩৫৩১৭৬,০১৭১১-০৫৮৪৭,

.কক্সবাজার অফিস : রেডিয়েন্ড ফিস ওয়াল্ড গাউছিয়া মার্কেটের ২য়তলা মঙ্গলবার পনের দিন পর পর বসেন মোবাইল নং ০১৮১৮-৩০ ৪৭৯৪,০১৭৬৫-৫৬৩৩৫০ ,

রাজশাহী অফিস : বানেশ্বর ট্রাফিক মোড়, মিঠুন হোন্ডা শোরুমের ২য়তলা মঙ্গলবার পনের দিন পর পর মোবাইল নং ০১৯১৯-৩৯৬৮২৬,০১৭১১-০৫৮৪৭৫,

যশোহর অফিস : বিমান বন্দর রোড, পুলিশ সুপার বাসভবনে সামনে মোঃ আঃ হক সাহেবের বাসায় মোবাইল নং ০১৭৬৫-৫৬৩৩৫০ পনের দিন পর পর বসেন,

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহ বড় মসজিদে পিছনে মুকুল নিকেতন ইস্কুলের উত্তর পাশে, জহির উদ্দিন রোড বাসা নং-৭ এখানে রবিবার পনের দিন পর পর মোবাইল নং ০১৭৭০-০৮৩৫৫০ ,

রংপুর অফিস : আর কে রোড,আইডিয়াল মোড় , জনতা ক্লিনিকের সামনে, অভিজাত ভিলা ২য় তলা এখানে পনের দিন পর পর মঙ্গলবার বসেন মোবাইল নং ০১৯৪৪-৪৫৮০৩২,

বরিশাল অফিস: পশ্চিম চাড়া খালী আজি জিয়া মাদ্রাসায় পনের দিন পর পর সোমবার বসেন, মোবাইল নং ০১৭১১-০২১৯৭২, ০১৭১১০-৫৮৪৭৫০,

এই ভন্ড বিমানে যাতায়াত করে এই প্রতারণা করছে। এই পতারক ইউটিউবের মাধ্যমে বিদেশে বসবাসরত প্রবাসীদের কাছে পরিচিতি। আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের ইউটিউবে মনভোলানো কথার ফুলঝুরি বলে প্রতারনা করছে। প্রতিদিন তার ভাগ্যে বদলানো কাষ্টমার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর ফলে মানুষ রঙ্গীন স্বপ্ন দেখে এই প্রতারকের খপ্পরে প্রতারিত হচ্ছেন। সাধারণ মানুষের প্রশ্ন এই বিপুল পরিমাণ বিমান ভাড়া দিয়ে এই ধরনের তাবিজ কবজ করছে! এই ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি দেওয়া উচিত বলে এলাকাবাসী ও ভুক্ত বোগি মানুষ মনে করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *